ব্রিটিশ ভারতে কৃষক, উপজাতি ও সিপাহী বিদ্রোহ

Show Important Question


41) পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরণের বিদ্রোহ?
A) কৃষক বিদ্রোহ
B) নীল চাষীদের বিদ্রোহ
C) সংস্কার বিদ্রোহ
D) ওপরের কোনোটিই নয়

42) নীলবদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা হলেন –
A) তিতুমীর
B) রফিক মন্ডল
C) হাজি সারিয়াতুল্লাহ
D) দুদু মিয়াঁ

43) দিনু মন্ডল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
A) চুয়াড় বিদ্রোহ
B) নীল বিদ্রোহ
C) পাইক বিদ্রোহ
D) ওপরের কোনোটিই নয়

44) Titumir was the leader of which movement / তিতুমীর কোন আন্দোলনের নেতা ছিলেন?
A) Faraji/ ফরাজি
B) Khilafat/ খিলাফত
C) Wahabi/ ওয়াহাবি
D) Sannyasi rebellion/ সন্যাসী বিদ্রোহ

45) Who was proclaimed as an Emperor of India during the Revolt of 1857? / ১৮৫৭ সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় ?
A) Bahadur Shah II/ দ্বিতীয় বাহাদুর শাহ
B) Tantia Topi/ তাঁতিয়া তোপি
C) Nana Shaheb/ নানাসাহেব
D) Mangal Pandey/ মঙ্গল পান্ডে

46) কোন গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহকে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন – ” এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ” ?
A) দা ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স
B) গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি
C) গুলাম গিরি
D) ইন্ডিয়া উইন্স ফ্রিডম

47) ফরাজি শব্দের অর্থ কি?
A) ঈশ্বরের সেনানায়ক
B) ইসলামের নির্দিষ্ট কর্তব্য
C) ধর্ম যুদ্ধ
D) নবজাগরণ

48) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন –
A) নানাসাহেব
B) মান সিংহ
C) রানী লক্ষ্মীবাঈ
D) মঙ্গল পান্ডে

49) নীলবিদ্রোহের কোন নেতাকে বাংলার নানাসাহেব বলা হয়?
A) রফিক মন্ডল
B) দিগম্বর বিশ্বাস
C) বিষ্ণুপদ বিশ্বাস
D) রামরতন মল্লিক

50) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন
A) চুয়াড় বিদ্রোহের
B) কোল বিদ্রোহের
C) সাঁওতাল বিদ্রোহের
D) মুন্ডা বিদ্রোহের

51) ১৮৫৭ সালের ১০ই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয় ?
A) দিল্লি
B) মিরাট
C) ব্যারাকপুর
D) অযোধ্যা

52) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কাকে ফাঁসি দেন ?
A) তাঁতিয়া তোপি
B) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
C) দ্বিতীয় বাহাদুর শাহ
D) নানাসাহেব

53) মঙ্গল পান্ডে ছিলেন
A) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের নেতা
B) স্বাধীনতা সংগ্রামী
C) কৃষক বিদ্রোহের নেতা
D) শ্রমিক আন্দোলনের নেতা

54) সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন –
A) বেগম হজরতমহল
B) মঙ্গল পান্ডে
C) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
D) বাহাদুর খাঁ

55) The statement that the sepoy mutiny was “neither the first, nor national, nor war of independence” was made by? / সিপাহী বিদ্রোহ সম্পর্কে কে বলেছিলেন “নয় প্রথম, নয় জাতীয়, নয় স্বাধীনতার যুদ্ধ ”
A) Ramesh Chandra Majumdar/ রমেশ চন্দ্র মজুমদার
B) V. D. Savarkar/ ভি. ডি. সাভারকার
C) Disraeli/ ডিসরেলি
D) Romila Thapar/ রোমিলা থাপার

56) “হুল” কথাটি যুক্ত
A) মুন্ডা বিদ্রোহের সাথে
B) সাঁওতাল বিদ্রোহের সাথে
C) কোল বিদ্রোহের সাথে
D) মহাবিদ্রোহের সাথে

57) দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন
A) স্যার হুইলার
B) জেনারেল নীল
C) স্যার কলিন ক্যাম্পবেল
D) জন নিকলসন

58) “বাঁশের কেল্লা” তৈরী করেন
A) দুদুমিয়া
B) তিতুমীর
C) দুর্জন সিংহ
D) ভবানী পাঠক

59) ১৮৫৭ সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত
A) কুনওয়ার সিং
B) মঙ্গল পান্ডে
C) ভক্ত খান
D) নানাসাহেব

60) লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন –
A) বাহাদুর খান
B) লক্ষ্মীবাঈ
C) তাঁতিয়া তোপি
D) বেগম হজরতমহল